পঞ্চায়েত অফিসের আধিকারিককে তৃণমূলের প্রধান ও তার দলবলের জুতো দিয়ে পেটানোর অভিযোগ।

গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিককে বকেয়া বিলের চেক তৈরি না করার অভিযোগে রীতিমতো ঘিরে ধরে মারধর ও চূড়ান্ত শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠল খোদ তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধান, তার স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় জলঙ্গীর খয়রামারি পঞ্চায়েত এলাকায়। গুরুতর অবস্থায় ওই পঞ্চায়েতের আর্য নির্বাহী সহায়ক সঞ্জীবদাকে পরবর্তীতে উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ ওই নির্বাহী সহায়ক সঞ্জীব পান্ডের বাড়ি ইসলামপুরে। ঘটনায় নিগৃহীত পঞ্চায়েতের ওই কার্যনির্বাহী আধিকারিক জানান, বহু পুরানাে একটি কাজের জোর করে বিল করাতে বলেছিলেন প্রধান সেলিনা বিবি । সেটা না করায় আমাকে প্রধান মারধর করে । ওই সময় তাঁর স্বামী রফিকুল ইসলাম ও তার লোকজন উপস্থিত হয়ে প্রধানকে নিয়ে আমাকে জুতাে দিয়ে মেরেছেন” । ঘটনার পরই সঞ্জীব পান্ডে কে উদ্ধার করে প্রথমে ডােমকল মহকুমা হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে সরকারি আধিকারিক কে জুতা দিয়ে পেটানো থেকে শুরু করে শারীরিকভাবে হেনস্থার যাবতীয় অভিযোগ অবলীলায় অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান সেলিনা বিবি। তিনি পাল্টা বলেন, সরকারি আধিকারিক সঞ্জীব পান্ডে সবসময় উন্নয়নে বাঁধা দেন মূলত সেই সব কথা নিয়ে কথা কাটাকাটি হলে দুজনেরই হাই প্রেসার থাকার ফলে শারীরিক অসুস্থ হলে দুজনেই হাসপাতালে ভর্তি হয়। তবে সঞ্জীব বাবু সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন”। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।