পাচারের আগেই লালগোলায় হেরোইন সহ গ্রেপ্তার তিন পাচারকারী।

পাচারের উদ্দেশ্যে হেরোইন পৌঁছে দেওয়ার আগে পুলিশের হাতে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার হলো তিন পাচারকারী। ঘটনাটি ঘটে লালগোলা থানা এলাকায়। ধৃতদের মঙ্গলবার এনডিপিএস অ্যাক্টে ৫ দিনের পুলিশ হেফাজতে বহরমপুর আদালতে তোলা হয়। প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে থানার পুলিশ রাজ্য সড়কের কাছে ওত পেতে বসে। আর সেখানেই হাত বদল করে মাদক হেরোইন অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার আগেই ৩ তিন মাদক কারবারি কে গ্রেফতার করে পুলিশ। ধৃত মাদক কারবারীদের নাম নাজির সেখ , সামায়ন শেখ ও আশরাফুল শেখ। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম মাদক হেরোইন উদ্ধার করা হয়েছে। ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।প্রসঙ্গত দীর্ঘ বছর ধরে লালগোলার সঙ্গে আন্তর্জাতিক মাদক কারবারের নাম জড়িয়ে রয়েছে এই দিনের ঘটনায় তা আরোও একবার সামনে এলো।