দেশ

প্রবাদপ্রতিম সাংবাদিক রোহিত সরদানার অকাল প্রয়াণে ‘প্রাইম বাংলা ২৪ ‘এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের প্রবাদপ্রতিম সাংবাদিক রোহিত সরদানার। তার শরীরে করোনার উপসর্গও মেলে। প্রবাদপ্রতিম এই সাংবাদিক মহামারী করোনার সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পেশার বাইরেও এগিয়ে আসেন। এমনকি শুক্রবার মৃত্যুর আগেও অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে এক করোণা আক্রান্তের জন্য সাহায্য প্রার্থনা করেন।তার সহকর্মীরা জানান করোনার শুরু থেকে তিনি সাধারণ মানুষের হয়ে যেমন সংবাদ সংগ্রহ করেছেন যেমন তাদের পাশে থেকে সাহায্য করেছেন সব সময়। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজদীপ সরদেশাই, রজত শর্মা থেকে শুরু করে জাতীয় সংবাদ মাধ্যমের তাবড় তাবড় সাংবাদিকরা।রাজনৈতিক নেতা-নেত্রীরা ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পুরো সংবাদ জগতে শোকের আবহ নেমে এসেছে।প্রসঙ্গত প্রায় দুই দশক ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।২০০৫ সাল নাগাদ জি মিডিয়ার মাধ্যমে সাংবাদিক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন রোহিত। জি মিডিয়ার জনপ্রিয় টিভি শো ‘তাল থোক কে’র সঞ্চালনার জন্য খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে আকাশবাণী থেকে শুরু করে একাধিক সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। বর্তমানে রোহিত ‘আজ তক’ টেলিভিশন চ্যানেলে ‘দঙ্গল’ নামের ডিবেট শো সঞ্চালনা করতেন। এছাড়াও একাধিক বিশেষ শো’তে দেখা যেত তাঁকে। ইটিভি নিউজ নেটওয়ার্কেও যুক্ত ছিলেন তিনি একসময়। তার মৌলিক চিন্তা ভাবনা তাকে সংবাদ জগতে আলাদা পরিচয় এনে দেয় । এহেন প্রবাদ প্রতিম সাংবাদিক রোহিত সরদানার অকাল প্রয়াণে রইল প্রাইম বাংলা ২৪ এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!