রাজ্য
প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের জেল হেফাজত।
প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার হাঁসখালির থানা এলাকার গাড়াপোতায়। অভিযোগ ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অনলাইনে ধর্ষণের ছবি ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে দু’বছর ধরে চলে ধর্ষণ। এরপরে নাবালিকাকে রাস্তায় একা পেয়ে অপহরণের চেষ্টা করে অভিযুক্ত সৌমেন সরকার নাবালিকার চিৎকারে লোক জড়ো হয়।পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার বিবরণ জানিয়ে নাবালিকার বাবা হাঁসখালী থানায় অভিযোগ দায়ের করে। এরপরে পুলিশ তদন্তে নেমে হাঁসখালি থানার বেঞালীর বাসিন্দা সোমেন সরকারকে গ্রেপ্তার করে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।