রাজনীতি

প্রশ্নের মুখে মুর্শিদাবাদের নিরাপত্তা! আধার কার্ড চক্রের ফাঁসে CBI তদন্তের দাবি।

সম্প্রতি রাজ্যজুড়ে চলতে থাকা দেবাঞ্জন এর ভুয়া ভ্যাকসিন কাণ্ডে রাতের ঘুম ছুটেছে সাধারণ মানুষের। এক এক করে তার সাথে নাম জড়াতে শুরু করেছে তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রীদের। এরই মাঝে মঙ্গলবার ইন্দো-বাংলা সীমান্তের মুর্শিদাবাদে জাল আঁধার কার্ড তৈরীর চক্র ফাঁস হতেই রীতিমতো অজানা আতঙ্ক তৈরি হয়েছে জেলাবাসীর মধ্যে। যা নিয়ে সরব হয়েছেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি তথা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরী শংকর ঘোষ। কার্যত এই ঘটনায় রীতিমতো শয়ে শয়ে বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশকারী দেশের অভ্যন্তরে ঢুকে যাওয়ার আশঙ্কার কথা তিনি এ দিন জানান সংবাদমাধ্যমের সামনে। শুধু তাই নয় যাবতীয় ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে করেছে বলেই গৌরী বাবু বলেন। কিভাবে দিনের পর দিন এভাবে আধার কার্ডের মত এত গুরুত্বপূর্ণ বায়োমেট্রিক তথ্য সম্পূর্ণ জান কার্ড মুর্শিদাবাদে বসে দিনের পর দিন রমরমিয়ে তৈরি হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সেক্ষেত্রে পুরো ঘটনায় শাসক দলের প্রভাবশালী নেতা-মন্ত্রী তথা রাঘব বোয়ালেরা জড়িয়ে থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি সংবাদমাধ্যমের সামনে। তাই এই ঘটনায় পুরো রহস্য উদঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি করে তিনি বলেন,”দেশের তথা মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সাগরদিঘির এই জাল আধার কার্ড তৈরি ঘটনায়। ফলতো এই চক্রের পেছনে যারা প্রধান মাথা হিসেবে জড়িত রয়েছেন তাদের প্রকৃত ভাবে খুঁজে বের করে আইনের মাধ্যমে সাজা দেওয়ার দরকার নিরপেক্ষভাবে। তাই কেবল মাত্র সিবিআই তদন্তের মাধ্যমে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত আসল লোকেদের খুঁজে বের করে আনা সম্ভব। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!