রাজনীতি
বহিরাগত তকমা দূর করতে এলাকা পরিদর্শনে তৃণমূল প্রার্থী

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জন্য ডায়মন্ড হারবার এর বিধায়ক ইদ্রিস আলীর নাম ঘোষণা করার পর থেকেই বহিরাগত বিতর্ক শুরু হয় এলাকায়।
স্বাভাবিকভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জাতীয় বিরোধীরা এই বহিরাগত ইস্যুকে হাতিয়ার করতে না পারে সেই জন্য তড়িঘড়ি রবিবার নিজের নতুন বিধানসভা এলাকা পরিদর্শনে ছুটে আসেন ইদ্রিস আলী।এলাকার বাসিন্দা থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে জনসংযোগ বৃদ্ধিতে মন দেন তিনি। সেই ভিডিও দেখে নিন সরাসরি।