বাংলা সংবাদ জগতের নক্ষত্র পতন!অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে ‘প্রাইম বাংলা ২৪ ‘এর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য ।

থেমে গেল লড়াই। আর দেখা যাবে না ক্যামেরার সামনে দুখুর যুক্তি-তক্কো নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা চালিয়ে যাওয়া বাংলা সংবাদ জগতের প্রবাদপ্রতিম সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় কে। মাত্র ৫৬ বছর বয়সে করোণা আক্রান্ত হয়ে রবিবার রাতে কলকাতার বাইপাসের ধারে এর একটি বেসরকারি নার্সিংহোমে মারা গেলেন তিনি।এহেন দিকপাল জনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া বাংলা সংবাদমাধ্যমে। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা।৩৩ বছরের দীর্ঘ সাংবাদিক জীবনে বাংলা সংবাদমাধ্যমে নতুন দিশা তৈরি করেছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কর্মজীবনের শেষের সম্প্রতি জি মিডিয়ার বাংলা চ্যানেল ২৪ ঘণ্টার এডিটর হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। যদিও মাঝের কয়েক বছরে আনন্দবাজার পত্রিকায় ডিজিটাল সম্পাদনা থেকে শুরু করে কয়েক মাসের জন্য TV9-এও এডিটর হিসেবে কাজ করেছেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কেরিয়ারের শুরুর দিকে ছাপা মাধ্যমে হাতে খড়ি তার। যুগান্তর, আজকাল, আনন্দবাজার পত্রিকা ইত্যাদির পরে ইটিভি-তেও সাংবাদিকতা করেছেন তিনি। কাজ করেছেন আকাশ বাংলা তেও। শুধু তাই নয় শিক্ষাজীবনেও যথেষ্ট মেধাবী ছিলেন অঞ্জন বাবু। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় সাম্মানিক স্নাতক ও পরবর্তীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁর শরীরে প্রথম কোভিড সংক্রমণ থাবা বসানোয় গত ১৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। ট্রিন্টমেন্টে প্রাথমিকভাবে সামলে নেওয়ায় হাসপাতাল থেকে ছুটিও দিয়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু বাড়ি ফেরার দিন তিনেক পরেই শারীরিক অবস্থার অবনতি ঘটায় ফের হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। পরীক্ষায় করোনার কারণে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। প্রথমে ভেন্টিলেশন পরে একমো সার্পোটে ছিলেন তিনি। রবিবার বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিং হোমিও চিকিৎসা চলাকালীন তার মর্মান্তিক মৃত্যু হয়। বাংলা সংবাদ জগতের এমন প্রবাদপ্রতিম সাংবাদিকের আত্মার চিরশান্তি কামনা করে ‘প্রাইম বাংলা ২৪ এর পক্ষ থেকে থাকলেও তাঁর প্রতি অশেষ শ্রদ্ধার্ঘ্য।
Hello