জেলা/ব্লক
বাড়ির উঠানের জমা জল থেকে উদ্ধার কুচকুচে কালো সাপ!

বৃষ্টিতে বাড়ির মধ্যে উঠোনে জমে থাকা আবদ্ধ জলে উদ্ধার হল কুচকুচে বিষাক্ত কালো সাপ।শনিবার নদীয়ার শান্তিপুর এলাকায় বীরেন মজুমদারের বাড়ির উঠোনে সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে। পরবর্তীতে ফোন করা হয় বনদপ্তরে বেশ খানিকটা সময় বাদে বনদপ্তর এর নির্দেশে বন্যপ্রাণী উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ভয়ঙ্কর বিষাক্ত কালাচ সাপ টিকে বেশ খানিকটা সময়ের চেষ্টায় উদ্ধার করে।