রাজনীতি
বিজেপির দলীয় পতাকা থেকে শুরু করে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা।

বিজেপি প্রার্থীর সমর্থনে সাঁটানো দলীয় পতাকা থেকে শুরু করে ব্যানার-ফেস্টুন তৃণমূলের বিরুদ্ধে ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে এলাকায়। বিজেপি কর্মী সমর্থকদের ঘটনাটি নজরে আসতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের দাবি, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কারণে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এই ধরনের নোংরা কাজ করছে। ইতিমধ্যে তারা দলীয় নেতৃত্বসহ শান্তিপুর থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগও জমা দায়ের করা হয়েছে। যদিও বিজেপি তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।