রাজনীতি

বিজেপির প্রচার মিছিল ঘিরে তৃণমূল বনাম পদ্মফুল শিবিরের সংঘর্ষ।

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ধুন্ধুমার কান্ড উত্তরপাড়ায়। তৃণমূলের পার্টি অফিসের সামনেই মাইক বেঁধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুললে খেপে যান তৃণমূল কর্মীরা । তাঁরা পার্টির পতাকা নিয়ে নারী পুরুষ মিলে জিটি রোড অবরোধ করে দেন। উত্তরপাড়া শিবতলা এলাকায় পরিবর্তন যাত্রা চলছিলো । এরমধ্যেই তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় । একে অপরের দিকে তেড়ে যান ।

 

উত্তরপাড়ার পুলিস এসে কোনরকমে অবস্থা সামাল দেন । তৃণমূলের দাবি তাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধে দলের নেতা নেত্রী দের বিরুদ্ধে গালাগালি করছে। উত্তরপাড়ার তৃণমূল নেত্রী তনিমা মুখার্জী বলেন বিজেপি ইচ্ছাকৃত আমাদের পার্টি অফিসের সামনে মাইক লাগিয়ে সকাল থেকে লাগাতার ভাবে কুৎসা করছিলো আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে । আমরা বললেও শোনেনি । আমরা তখন পার্টি অফিস থেকে দলীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করি । তখন তাঁদের অনুগামীরা আমাদের ধাক্কাধাক্কি করে । এদিন উত্তরপাড়া গৌরী সিনেমা হলের সামনে থেকে শুরু হয় এই পরিবর্তন যাত্রা।উপস্থিত ছিলেন সদ্য বিজেপি তে যোগ দেওয়া স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল এবং বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু। এই ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে।পরে জিটি রোড। যদিও বিজেপির পক্ষ থেকে স্থানীয় সভানেত্রী সরস্বতী চৌধুরী বলেন , ঝান্ডা নিয়ে রাস্তা অবরোধ করেছিলো তৃণমূল , উদ্দেশ্য ছিলো আমাদের পরিবর্তন যাত্রা রুখে দিয়ে বিশৃংখলা সৃষ্টি করা । তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়ে তিনি বলেন , আমরা গণতান্ত্রিক ভাবে বিরোধীতা করছিলাম । প্রধান বিরোধী দল হিসেবে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার । বিরোধী পক্ষের সমালোচনা করার অধিকার আছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!