জেলা/ব্লক
বিনামূল্যে দুস্থদের খাবার প্রদান।

লকডাউনে অসহায় মানুষদের খাবার প্রদানে এগিয়ে এলো সদ্য সমাপ্ত বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বীকারী নারু গোপাল মুখার্জী ও এলাকার কয়েকজন সমাজসেবী।তাদের উদ্যোগে একটি ট্রাস্টের এর ব্যাবস্থাপনায় এই লোকডাউন পরিস্থিতিতে ২৫০ জন দুস্থ পরিবারের হাতে দুপুরের রান্না করা খাবার তুলে দেওয়া হয় কাসিমবাজার সংলগ্ন্ন ২ নম্বর ওয়ার্ড এ , উপস্থিত থাকেন নারু গোপাল মুখার্জী , ট্রাস্ট এর সম্পাদক বান্টি, বাবন রায়, সমাজসেবী মৃন্ময়ভৌমিক , ট্রাস্ট এর সেক্রেটারি সুমিত সাহা, প্রেসিডেন্ট রানা দাস প্রমুখ।