বিরোধী রাজনৈতিক দল ছেড়ে শাসক দলে যোগদান।

বাইজিদ মন্ডল,ডায়মন্ড হারবার:- রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল শাসক দল হিসেবে ক্ষমতায় আসতে শুরু হয়েছে বিরোধী রাজনৈতিক দল ছেড়ে শাসক দলে যোগ দেওয়ার হিড়িক। সেইমতো রবিবার ডায়মন্ড হারবার ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারীর হাত ধরে বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৬০০ বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থক তাদের পূর্বের দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করে বলে দাবি স্থানীয় শাসক দলের নেতৃত্বের। শাসক দলের তরফে জানানো হয়, স্থানীয় সি পি আই এমের প্রাক্তন প্রধান বিশ্বনাথ হালদার এলাকার, বাসুলডাঙা অঞ্চলের বিজেপির অঞ্চল সভাপতি দুখিরাম মিস্ত্রী ও বিজেপি ও সিপি এই এম কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে এদিন যোগদান করে। যোগদানের মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব জানাই আগামী দিনে আরোও বিরোধী দলের কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করবে।