‘বেপরোয়া’ মদ্যপ ট্রাক চালকের ধাক্কায় গুরুতর জখম নিরীহ সাইকেল চালক।

প্রতিনিয়ত মুর্শিদাবাদে বেড়েই চলেছে বেপরোয়া ভাবে মালবাহী ট্রাক থেকে শুরু করে ট্রাক্টর চালকদের দাপট। সেইমতো এক ‘বেপরোয়া’ মদ্যপ অবস্থায় থাকা ট্রাকচালকের ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন শনিবার সাইকেল-আরোহী। সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ১৪ ওয়ার্ডে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।গুরুতর জখম হয় সাইকেল-আরোহী যুবকের নাম বানী ইসরাইল। ঘটনার পর স্থানীয়রা তাকে তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অনুপ্নগর গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই ট্রাকচালক মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণহীনভাবে দ্রুতগতিতে ট্রাক চালাচ্ছিল।এ সময় রাস্তার ওপর দিয়ে যাওয়া নিয়ে নিরীহ ওই সাইকেল-আরোহী বানী ইসরাইল কে ধাক্কা মারে ট্রাকের চালক। তার ফলেই এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালিয়েছে ওই ট্রাকচালক।পরবর্তীতে স্থানীয় থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন বেপরোয়া ট্রাক চালকদের দৌরাত্ম্য বেড়েই চলেছে এলাকায়।