ব্যাপক উত্তেজনা! পুলিশ ভ্যান থেকে অপরাধী কে ছিনিয়ে নিতে ভারত বাংলা সীমান্তে পুলিশ আধিকারিকের উপর হামলায় গুরুতর জখম ৫, গ্রেপ্তার ৪।

পুলিশ ভ্যান থেকে অপরাধীকে ছিনিয়ে নিতে গিয়ে ইন্দো-বাংলা সীমান্তের মুর্শিদাবাদে একদল উন্মত্ত বাইক আরোহী ও তাদের সাগরেদর সঙ্গে সংঘর্ষে আক্রান্ত হলো কর্তব্যরত সাব-ইন্সপেক্টর সহ এক এক করে থানার ৫ জন পুলিশকর্মী ।
এই ঘটনায় সোমবার হরিহরপাড়া এলাকা থেকে মূল অভিযুক্ত রাজ্জাক মণ্ডলসহ ৪ জনকে গ্রেফতার করে থানার পুলিশ বলে জানা যায়। এদিকে ওই ঘটনায় রবিবার আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।স্থানীয় সূত্রে জানা যায়,একটি ব্রীজের উপর যানজট কে কেন্দ্র করে ঘটনার প্রথম সূত্রপাত। তারপরে একদল উন্মত্ত যুবকের সঙ্গে প্রথমে দুইজন পুলিশ কর্মীর তর্কাতর্কি থেকে হাতাহাতি সংঘর্ষ হয়।পরবর্তীতে থানা থেকে বিশাল পুলিশবাহিনী ছুটে এলে অভিযুক্ত মধ্যে থেকে একজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান থেকে অভিযুক্ত যুবকের ছিনিয়ে নিয়ে চলে যাই উন্মুক্ত যুবকদের দল। তার ফলে পুনরায় পুলিশ বাহিনীর সঙ্গে ওই উন্মত্ত যুবকদের সঙ্গী-সাথী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সংঘর্ষ বাধে। আর তাতেই গুরুতর জখম হয় সাব ইন্সপেক্টর সুরজিৎ মন্ডল, পুলিশকর্মী ওয়াসিম আকরাম, হাসিবুর রহমান, গোলাম মোস্তফা সহ আরো একজন। পুরো ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। এই ব্যাপারে জেলার উচ্চ পুলিশ আধিকারিক জানান,”পুরো ঘটনার তদন্ত চলছে “।