ভগবানগোলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড।

প্রচন্ড গরমের মধ্যেই ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হল কাঁচা বাড়ি সহ বাড়ির মধ্যে থাকা আসবাবপত্র সঙ্গে মৃত্যু ঘটলো গবাদি পশুরও। ঘটনাটি ঘটে
ভগবানগোলা বিধানসভার অন্তর্গত ৭ নম্বর হাবাসপুর অঞ্চলের পি ডব্লিউ ডি অফিসের সামনে রেল কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লেগে পুড়ে গেল তিন-তিনটি বাড়ি, বাড়ির আসবাবপত্র থেকে জমির দলিল, জামা কাপড় ও। পরবর্তীতে সে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এলাকা সূত্রে জানা যায়,সন্ধে সাড়ে ছটা নাগাদ বাড়িতে কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে বাইরে কাজ করছিলেন ওই বাড়ির গৃহকর্তী। তারপর বাড়িতে ছাগলের বাচ্চারা ওই ল্যাম্পের উপরে পড়ে যায় এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে হালকা বাতাস থাকার ফলে আগুন আরো বড় আকার ধারণ করে। পরবর্তীতে সাধারণ মানুষ ও প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন।