ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে রিজার্ভ ভোট কর্মীরা চরম দুরবস্থায়।

ভোট পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ ভোট কর্মীদের চরম দুরাবস্থার কথা ভোট চলাকালীন ক্ষোভের আকারে করে বেরিয়ে এলো সংবাদমাধ্যমে ক্যামেরার সামনে। সোমবার মুর্শিদাবাদের ৬২ নম্বর বিধানসভা কেন্দ্রের ভোট পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ ভোট কর্মীরা ভগবানগোলা ব্লক প্রশাসনের চরম অবহেলার শিকার হয়ে নাজেহাল হন। এদিন সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঐ সকল কর্মীরা জানান তাদের দুরবস্থার কথা।কার্যত কোনো রকম ন্যূনতম পরিকাঠামো ছাড়াই রিজার্ভে থাকা ভোট কর্মীদের রোববার রাতে কোন রকমে তুলে নিয়ে আনা হয় এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে। এমনকি সেখানেও চরম অমানবিক ভাবে তাদের রাত্রিবাসের কোন রকম ব্যবস্থা না করে রাতভর রেখে দেওয়া হয় খোলা ছাদের উপরে। অন্যদিকে শৌচালয় থেকে শুরু করে তাদের কোনরকম দেখভালের ব্যবস্থা প্রদান করা হয়নি সেক্টর অফিসারের তরফ থেকে বলেই এদিন অভিযোগ করে বিস্ফোরক ক্ষোভ উগরে দেয় ভোট কর্মীরা। দেখে নিন সেই অমানবিক ঘটনার বিবরণ।