ভয়ঙ্কর দৃশ্য! প্রশ্নচিহ্নের মুখে মানবিকতা।

ভয়ঙ্কর দৃশ্য! প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে মানবিকতা। করোণা আক্রান্ত সন্দেহে বাড়ির প্রৌঢ়া সদস্য কে সুদূর কলকাতা থেকে পরিবারের লোকজন চুপিসারে ফেলে দিয়ে গেল দীঘার তাজপুর সমুদ্র পাড় এলাকায়। এই অমানবিক ঘটনা স্থানীয় মানুষের নজরে আসতে সকলে আঁতকে ওঠে। জানা যায়, আনুমানিক বছর ৭০এর বয়স্কা কে কে বা কারা গাড়ি থেকে দীঘা-তাজপুর মেরিন ড্রাইভ ( সমুদ্র পাড়ে) ফেলে রেখে পালিয়ে যায় জানায় স্থানীয় মানুষ জন। দীর্ঘক্ষণ পড়ে থাকার পরে ভিড় জমতে থাকে, সাহস করে কেউ এগিয়ে আসেনি তার সমস্যার কথা শোনার জন্য। কারন তার একটি হাতে সেলাইন এর চ্যানেল থাকার কারনে, , স্থানীয় মানুষেরও ধারনা তৈরি হয় করোনা আক্রান্ত হওয়ার কারনে পরিবারের লোকেরা এই ভাবে ফেলে রেখে গেছে।পরে এলাকার যুবকেরা পড়ে থাকা বৃদ্ধা সঙ্গে কথা বলে জানতে পারেন,তিনি কলকাতা শ্যামবাজারে থাকেন তার নাতি গাড়ি থেকে তাকে এখানে ফেলে গিয়েছে।