রাজনীতি

ভরতপুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! বিধায়ক অনুগামী বনাম পঞ্চায়েত প্রধান অনুগামী।

খোদ তৃণমূল পঞ্চায়েতের প্রধান কে পঞ্চায়েতের কার্যালয়ের ভিতরেই ব্যাপক মারধরের অভিযোগ উঠল তার দলের কর্মী ও বিধায়কের অনুগামী পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ভরতপুর এলাকায়।আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমরকুমার ষড় কে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামী বলে পাল্টা অভিযোগ উঠছে দলের একাংশের তরফে।জানা গিয়েছে, এলাকায় বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প চলছে। পঞ্চায়েত ভবনে ব্যাপক ভিড় ছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ছাড়াও পঞ্চায়েত সদস্যরা হাজির ছিলেন। আচমকা কয়েকজন পঞ্চায়েত সদস্য ও দুষ্কৃতী পঞ্চায়েত প্রধানকে মারতে মারতে বাইরে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। এমনকী প্রধানকে রাস্তায় ফেলেও মারধর করা হয়। প্রধান হাতজোড় করে রেহাই চাইলেও রেহাই পাননি। পরে প্রধান রাস্তায় পড়ে জ্ঞান হারালে অভিযুক্তরা পালিয়ে যায়।পঞ্চায়েত প্রধান দলের ব্লক সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনের কাছের লোক। অপরদিকে হামলাকারীরা বিধায়ক অনুগামী। সেই নিয়েই যাবতীয় বিপত্তি থেকে সংঘর্ষ। যদিও বিধায়ক হুমায়ুন কবির স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!