ভাইকে কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দুই দাদা ভাইয়ের।

চরম মর্মান্তিক।পাম্পের সাহায্যে পুকুরে জল দেওয়ার সময় ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো দাদাভাই দুজনের। রবিবার দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে।মৃতদের নাম মনোরঞ্জন ভুঁইয়া (৩৭), চিত্তরঞ্জন ভুঁইয়া(৪১)।এদিন মনোরঞ্জন ভুঁইয়া পুকুর পাড়ে টুলু পাম্প চালিয়ে অন্য একটি পুকুরে জল দিচ্ছিল।সেই সময় হঠাৎই বিদ্যুৎ পৃষ্ট হয় মনোরঞ্জন ভুঁইয়া।এই দৃশ্য দেখে মনোরঞ্জন ভুঁইয়ার দাদা চিত্তরঞ্জন ভুঁইয়া তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎ পৃষ্ট হয়।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে। পরবর্তীতে ওই পাম্প বন্ধ করে বিদ্যুৎ পৃষ্ট দুই ভাইকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানেই চিকিৎসকরা দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।