জেলা/ব্লক
ভাইয়ের সঙ্গে মোবাইলে গেম খেলা মনোমালিন্যের জেরে আত্মঘাতী দিদি!

চরম মর্মান্তিক! ছোট ভাইয়ের সঙ্গে মোবাইলে গেম খেলা নিয়ে ঝামেলা।তারপরে দিদির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে ভাই। আর এতেই অভিমানে সটান ঘরে ঢুকে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় নবম শ্রেণী পড়ুয়া দিদি। মৃতের নাম সুফিয়া খাতুন। এ ঘটনায় সাগরদিঘীরআমলাবাড়ী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আর্থিক দিক দিয়ে দুস্থ ওই পরিবারের কর্তার বাড়ি বাড়ি কাপড় ফেরি করেই সংসার চলে। সম্প্রতি লকডাউনে স্কুল বন্ধ থাকায় সুফিয়ার পড়ার জন্য একটি স্মার্ট ফোন কেনা হয়।স্মার্টফোনে ভিডিও গেম খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ওই নবম শ্রেণীর পড়ুয়া। এমন সময় তার ছোটভাই দিদির কাছ থেকেই মোবাইলটি নেওয়ার আবদার করে। দিদি না দিলে দিদির কাছ থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে ভাই। মোবাইল ভেঙে গেলে তারপরেই ঘটে এই ঘটনা।