রাজনীতি
ভোটের দিনে ভাইরাল ছবি! খোদ সিপিএম প্রার্থী তৃণমূলের ক্যাম্পে বসে আহারে ব্যস্ত।

সারা বছর ধরে সিপিএম তৃণমূলের বিরুদ্ধে নানা বিধ অভিযোগে ব্যস্ত থাকেন। এমনকি দলীয় কর্মী সমর্থকদের তৃণমূলের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কর্মসূচিও পালন করেন। আর ষষ্ঠ দফার ভোটের দিন বৃহস্পতিবার দেখা গেল এক ব্যতিক্রমী ভাইরাল ছবি।ওয়েস্ট কোদালিয়া আদর্শ শিক্ষা সদন স্কুল এর ৫৮ নাম্বার বুথের তৃণমূল ক্যাম্প অফিসে বসে তৃপ্তি সহকারে কব্জি ডুবিয়ে লুচি আলুরদম খেলেন উত্তর দমদম বিধান সভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।