রাজনীতি
ভোটের দিন তৃণমূল কর্মীদের ওপর বোমা মজুদ করে হামলার পরিকল্পনার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে।

পরিকল্পনা করে ভোটের দিনে আতঙ্ক তৈরি করার জন্য তৃণমূল কর্মীদের ওপর হামলা করতে বোমা মজুদের অভিযোগ উঠল ষষ্ঠ দফার ভোটের দিন আমডাঙ্গা এলাকায়। জানা যায় এদিন ৮৩ নম্বর বুথের রংমহল এলাকায় পরিত্যক্ত বাথরুম এবং ঝোপের মধ্যে প্লাস্টিকের বালতিতে বোমা মজুদ করে রাখছিল আই এস এফ বলেই অভিযোগ তাদের বিরুদ্ধে । সেক্ষেত্রে তৃণমূলের উপরে হামলা চালানো উদ্যেশ্যে এখানে মজুত করা হয়েছিলো । প্রায় ৪৫ টি বোমা রয়েছে বলে অভিযোগ ।