মাদক কাণ্ডে এনসিবি আধিকারিকদের জেরা শেষে গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান।

এনসিবি আধিকারিকদের টানা জেরার মুখে পড়ে রবিবার শেষ পর্যন্ত মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে মাদক কোকেন কাণ্ডে গ্রেফতার হলো বলিউড অভিনেতা শাহরুখ খান পুত্র আরিয়ান খান। তার হোয়াটসঅ্যাপ থেকে বহু তথ্য মেলে। ঐ বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির আধিকারিকরা। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে এ অভিযান চালিয়েছে এনসিবির আধিকারিকরা।অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ-পুত্র। শুধু বলিউড নয়, পুলিশ সূত্রে খবর ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন তারা। বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএম-এর মতো প্রচুর টাকার মাদক। শাহরুখপুত্র আরিয়ান দীর্ঘদিন ধরে এই মাদক কাণ্ডে জড়িত বলেই সূত্র মারফত জানা যায়। সেক্ষেত্রে এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরো একবার বলিউড জগতের সঙ্গে মাদক জগতের সরাসরি যোগাযোগ সামনে চলে এলো।