মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজের খতিয়ানের নিরিখেই মিলবে জয়,রানীনগর বিধানসভা কেন্দ্রে সৌমিকের তারকাখচিত প্রচারে সেই বার্তা।

মুর্শিদাবাদ মানেই রাজনৈতিক মারপ্যাঁচের পীঠস্থান। আর সেই রাজনৈতিক মারপ্যাঁচে কোনমতেই পিছিয়ে থাকতে রাজি নয় শাসক দল তৃণমূল। সাদামাটা প্রচারের পাশাপাশি, চৈত্রের প্রখর রৌদ্রে খানিকটা রুপোলি জগতের তারকাদের এনে সাধারণ মানুষের একঘেয়েমি কাটিয়ে নিজের রানীনগর বিধানসভা এলাকায় হুডখোলা গাড়িতে প্রচারে বাজিমাত করলেন জোড়া ফুলের প্রার্থী সৌমিক হোসেন। ৬৩ নম্বর রানীনগর বিধানসভার অন্তর্গত কালিনগর, মালিবাড়ি ১,২ অঞ্চলের প্রত্যন্ত গ্রামের কাঁচা রাস্তায় টলি জগতের উঠতি নায়িকা ঋত্বিকা সেন কে প্রচার এর সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন সৌমিক। সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তার প্রচার অভিযানের সঙ্গে পা মেলান। হুডখোলা গাড়ির ওপর থেকে কখনো হাত নাড়িয়ে, কখনোবা রাস্তার পাশের গ্রামীণ এলাকার বাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করে দিব্যি চলতে থাকে এই প্রচার অভিযান। সৌমিক বলেন,”এই এলাকার সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর পাশে আছে এবং থাকবে। ফলে তাঁরা সকলেই সেই উন্নয়নের কাজের খতিয়ানের নিরিখে তৃণমূল প্রার্থী হিসেবে আমাকে জেতাবে। বিরোধীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী দিনে দিশেহারা হয়ে পড়বে”।