‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভন্ডামি ধরা পড়ে গেছে’: অধীর

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তই জমে উঠছে রাজনৈতিক তরজা শাসকদলের তৃণমূল কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে তার এক্সরে রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি তুললেন দলীয় সভা থেকে। অধীর বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন তুলে বলেন,” আপনার সৎসাহস থাকলে, পায়ে চোট লাগার এক্সরে রিপোর্ট জনসমক্ষে তুলে ধরুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভন্ডামি ধরা পড়ে গিয়েছে”। এখানেই থেমে না থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি আরোও বলেন,” প্রয়োজন হলে আপনাকে এমন আধুনিক যন্ত্র আমি জোগাড় করে দিতে পারি যা দিয়ে আপনি রীতিমত হাঁটা চলা করাই নয়, এই মুহূর্তে দৌরতে পর্যন্ত পারবেন। আমাকে ২৪ ঘন্টা সময় দিন আমি সেই যন্ত্র আপনার কাছে পৌঁছে দেব দরকার হলে।
আসলে মানুষের কাছে আর আপনার যাওয়ার মুখ নেই সেই জন্য আপনি এখন হুইল চেয়ারে ভর করেই পৌঁছাতে চাইছেন সকলের কাছে”।