মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তুলোধোনা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে দিলেন ভোট।

করোনা মুক্ত হয়েই অষ্টম দফার ভোটে বৃহস্পতিবার নিজের খাস তালুক বহরমপুরে ভোট তদারকিতে মাঠে নামেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুরুতেই তৃণমূলের বিরুদ্ধে উৎকোচ দিয়ে ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ করলেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে। তিনি বলেন, শাসক দল জেতার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে গরিব মানুষকে প্রলোভন দেখাচ্ছেন। বস্তি এলাকায় শাড়ি আর নগদ ২০০০ টাকা করে বিলি করছে দলের নেতারা”। মুর্শিদাবাদে তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে কোটি কোটি টাকা খরচ করে ভোট কেনার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে এদিন অধীর বাবু কেন্দ্রীয় বাহিনীর কাজের ভূমিকার প্রশংসা করে বলেন,”এখনো পর্যন্ত যা দেখছি তাতে কেন্দ্রীয় বাহিনীর কাজ ভোটদান কেন্দ্রের চত্বরে যথেষ্ট আশাব্যঞ্জক। অযথা কাউকে বিনা কারণে অভিযুক্ত করার পক্ষপাতী আমি নই”। অবশেষে বহরমপুর বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ভোটও দিলেন তিনি।