রাজনীতি

মুর্শিদাবাদে জোড়া কেন্দ্রে জয়ী শাসক দল, সামশেরগঞ্জে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের।

মিলে গেল ভবিষ্যৎবাণী! সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে ‘কংগ্রেসের সঙ্গে’ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়েই শেষ পর্যন্ত তৃণমূলের ঝড়ো ইনিংসে মুর্শিদাবাদে জোড়া বিধানসভা কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জে শাসক দলের প্রার্থীরা জয় লাভ করলো রবিবার। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে জঙ্গিপুরের গভর্মেন্ট পলিটেকনিক কলেজে ভোট গণনা পর্ব শুরু হয়।দুপুর গড়াতেই মুর্শিদাবাদের নজরকাড়া ৫৬ ও ৫৮ নম্বর জঙ্গিপুর ও সামশেরগঞ্জ জোড়া বিধানসভা কেন্দ্রে বিরোধী কংগ্রেস কে টপকে বড় মার্জিনে নিশ্চিত জয়ের দিকে এগোতে শুরু করে তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও আমিরুল ইসলাম।শেষ পর্যন্ত বিকেলে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতেই সামশেরগঞ্জে ২৪ রাউন্ড ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ২৬ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থীরা জয় লাভ করেন। সেক্ষেত্রে সামশেরগঞ্জে জয়ী তৃণমূল আমিরুল ইসলাম ২৬ হাজার ১১১ ভোটের ব্যবধানে জয়ী লাভ করেন। গণনাপর্ব শেষে তৃণমূলের ঝুলিতে ৯৬ হাজার ১২০ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী জৈদূর রহমান রীতিমতো টক্কর দিয়ে পেয়েছে ৭০ হাজার ৯ টি ভোট। পাশাপাশি জঙ্গিপুর বিধানসভা জঙ্গিপুর কেন্দ্রে ৯২ হাজার ৬১৩ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৷

দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির সুজিত দাস পেয়েছে ৪২হাজার ৯৪০ টি ভোট। আর মোর্চা সমর্থিত প্রার্থী জানে আলম মিয়া তৃতীয় স্থানে।প্রসঙ্গত, ভোটের দিন মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ভোট পড়ে ৭৯.৯২ শতাংশ। জঙ্গিপুরে ছিল ৭৭.৬৩ শতাংশ।পাশাপাশি ভোট গণনা কেন্দ্রের বাইরে শাসক দলের সমর্থকদের মধ্যে মধ্যে চরম উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যাতে কোনরকম বিশৃঙ্খলা না ছড়ায় সেই জন্য কড়া ব্যবস্থা নেয়া হয় পুলিশ প্রশাসনেের পক্ষ থেকে। জয়ের পরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাকির হোসেন বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আগামী দিনে জঙ্গিপুর বাসির পাশে সব সময় থাকবো”। অন্যদিকে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার পর জেতা আমিরুল ইসলাম বলেন,”কংগ্রেসকে অতীতে মানুষ সামশেরগঞ্জ থেকে জিতিয়েছে কিন্তু কংগ্রেস উন্নয়নের জন্য কিছু করেনি। তাই মানুষ উন্নয়নকে বেছে নিয়ে তৃণমূলকে জিতিয়েছে”। যদিও স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি,”গায়ের জোরে শাসকদলের কর্মী সমর্থকরা ভোটের দিন বহু বুথে কংগ্রেসের এজেন্টকে বসতেই দেয়নি। সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীই জয়ী হত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!