মুর্শিদাবাদে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক!

সামশেরগঞ্জ -:ফের একবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর আক্রমণ নেমে এলো। ঘটনাস্থল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার লালন পুরের ১৭ নম্বর ওয়ার্ড। অভিযোগ, মঙ্গলবার গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকায় খবর করতে গিয়ে প্রশ্ন করার অপরাধে শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ওয়েব পোর্টালের তিন সাংবাদিক। এলোপাতাড়িভাবে তাদেরকে চড়, ঘুষি, লাথি মারা হয়।গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় অনুপ নগর হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী এগিয়ে পরিস্থিতি সামাল দেয়। আহত সাংবাদিকদের মধ্যে, দাউদ হোসেন এবং ওয়াসিম আকরামের আঘাত গুরুতর। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে সামশেরগঞ্জ এলাকায় গঙ্গা ভাঙ্গনে বহু বাড়ি ঘর থেকে শুরু করে জমি তলিয়ে গিয়েছে।বছরের পর বছর পেরিয়ে গেলেও স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধি কেউ ভাঙ্গন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এমতাবস্তায় কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির জেরে গঙ্গার জল বাড়তে থাকায় নতুন করে ভাঙ্গন দেখা দেয় সামশেরগঞ্জের বেশ কয়েকটি এলাকায়। স্বাভাবিকভাবেই পেশার টানে সাধারণ মানুষের এইসমস্যার কথা তুলে ধরার জন্য এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে হাজির হন। অভিযোগ,আর এই নিয়ে শাসকদলের বিধায়ক প্রার্থী আমিরুল ইসলামের অনুগামীদের প্রশ্ন করায় রীতিমতো চটে যান তারা। এরপরেই শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সংবাদমাধ্যমের পরপর তিন প্রতিনিধি। ঘটনার জেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এদিকে সাংবাদিক পেটানোর এই ঘটনায় মুর্শিদাবাদ জুড়ে সব মহলে নিন্দার ঝড় উঠেছে।