মুর্শিদাবাদে দাদুর চোখের সামনে নদীতে তলিয়ে গেল নাতি!

চরম মর্মান্তিক! চোখের সামনে মুহূর্তে ঘটল দুর্ঘটনা। চাষের জমিতে গরু নিয়ে পদ্মার শাখা নদী পেরিয়ে চারন ভূমিতে নিয়ে যাওয়ার সময় দাদুর চোখের সামনে জলের তোরে তলিয়ে গেল নিখোঁজ ওই ছাত্রের নাম রনি ঘোষ। এই ঘটনায় মুর্শিদাবাদের ভগবানগোলার মহম্মদপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়েই ঘটনা স্থলে উদ্ধার কাজে হাত লাগাতেন ছুটে আসে থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়,দাদু বিভূতি ঘোষের সঙ্গে পদ্মার শাখা নদি পেরিয়ে গরু নিয়ে চর বাবুপুর এলাকায় যাচ্ছিল স্কুলপড়ুয়া রনি । কিন্তু মাঝ নদি তে গরুর লেজ হাত থেকে ছুটে গেলে হাবু ডুবু খেতে থাকে বছর রনি । তড়িঘড়ি করে দাদু তাকে ধরতে গেলেও তার নাগাল পায় না ।ফলে তলিয়ে যায় ওই ছাত্র । এই ব্যাপারে বিভূতি বাবু আক্ষেপ করে বলেন , “ চোখের সামনে নাতি নদিতে তলিয়ে গেল ।আমি কিছুই করতে পারলাম না”।