জেলা/ব্লক
মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, আহত একাধিক।

সাগরদিঘী, মুর্শিদাবাদ :- মহালয়ার সকালে মুর্শিদাবাদে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত ৩, আহত একাধিক।ঘটনার জেরে গভীর শোকের ছায়া নেমে এসেছে বুধবার জেলার সাগরদিঘীর ভুরকুন্ডা এলাকায়।জানাযায় কলকাতা থেকে শিলিগুড়ি গামী বাস সাগরদিঘী থানার ভুরকুন্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে, গুরুতর আহতদের ঘটনাস্থল থেকে সাগরদিঘী থানার পুলিশ গিয়ে উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করে। অন্যান্য গুরুতর আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও মৃত ব্যক্তিদের এখনোও কোন পরিচয় মেলেনি।