মুর্শিদাবাদে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড,দমকল দেরিতে আসায় স্থানীয়দের উদ্যোগেই আগুন নিয়ন্ত্রণে!

ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে ভস্মীভূত হয়ে গেলো মুর্শিদাবাদের আজিমগঞ্জ শাখার একটি রাস্ট্রয়াত্ব ব্যাঙ্ক। দুপুর নাগাদ আচমকা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই ব্যাঙ্কের কাঁচের জানালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে। কার্যত পরবর্তীতে ৯ কিলোমিটার দূর থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছিয়ে আগুন আওতায় আনার আগেই পরিস্থিতি সামাল দেয় স্থানীয়রা ।এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ভাগীরথী নদীর পশ্চিম পাডের শহরে দমকল স্থাপনের দাবি তুলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলেকট্রিক্যাল শটসার্কিট থেকেই সম্ভবত এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমের দিকে সংলগ্ন চানাচুর ফ্যাক্টরি থেকে সাবমারসেবল প্যাম্পের সাহায্যে আগুন নেভাতে ততপরতা শুরু করে । এদিকে ব্যাঙ্কের ফলস সিলিং প্ল্যাই বোর্ডের হওয়ার কারনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ব্যাঙ্কের ভিতরে ।