মুর্শিদাবাদ সফরে ‘কলমা’ পড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয়ে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বিজেপি কে বর্জন করার ডাক।

আসন্ন সপ্তম ও অষ্টম দফার নির্বাচনে মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয়ে মঙ্গলবার জেলা সফরে এসে জিয়াগঞ্জ থেকে শুরু করে সাগরদিঘী, ফারাক্কা একাধিক জায়গায় সভার মধ্যে দিয়ে ‘কলমা’ পড়ে বিজেপিকে বর্জনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুর প্রথম সভা জিয়াগঞ্জে এসে তৃণমূল প্রার্থীর সমর্থনে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক মানুষদের মন কাড়তে বিড়ি শ্রমিকদের উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। বলেন,” রাজ্য সরকার বিড়ি শ্রমিক অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক বিড়ি শ্রমিকদের উন্নয়নের জন্য নানান ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। যার মাধ্যমে তারা এতদিন ধরে বঞ্চিত থাকার পরে আর্থিক দিক দিয়ে খানিকটা হলেও স্বচ্ছলতা পেতে শুরু করেছে”।এরপরেই ক্রমশ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ সনিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেক্ষেত্রে নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী ১ মে থেকে খোলা বাজারে করোনার ভ্যাকসিন মিলবে। ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই পাবেন টিকা। সেই সিদ্ধান্ত কে কটাক্ষ করে এদিন নেত্রী। প্রসঙ্গত,এদিনই মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত হয়েছেন। বাড়ি থেকেই বাংলার নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন তাঁরা। তা নিয়েও এদিন কটাক্ষ করলেন মমতা। সভা চলাকালীন তিনি বলেন, “আজ মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত হয়েছেন। বাড়ি থেকে বসে ওঁরা কাজ করবেন। বাড়ি থেকে কাজ মানে তো বুঝতেই পারছেন”। একমাত্র প্রকৃত উন্নয়ন ও মানুষের সম্প্রীতি বজায় রাখতে পারে তৃণমূল। সেই কারণে মুর্শিদাবাদ থেকে ২২ টি আসনের তৃণমূল প্রার্থীদের আগামী দিনে জেতাতে হবে আর বর্জন করতে হবে বিজেপিকে”।