মৃত তৃণমূল নেতা সাগির হোসেনের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী সুব্রত সাহা।

মৃত মুর্শিদাবাদ জেলার বরিষ্ঠ তৃণমূল নেতা সাগির হোসেনের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে ছবিতে মাল্যদান করলেন তৃণমূলের সাগরদীঘির বিধায়ক তথা খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী সুব্রত সাহা। সেইমতো শনিবার সুব্রত বাবু তার ছেলে সপ্তর্ষি সাহা সহ দলের স্থানীয় নেতা মোঃ নুরামিন সহ দলের অন্যান্য কর্মীরা সাগির সাহেবের ভগবানগোলার বাসভবনে হাজির হন।
সেখানে গিয়ে মৃত সাগির হোসেনের ছবিতে প্রথমেই মাল্যদান করেন সুব্রতবাবু সহ অন্যান্যরা। পরবর্তীতে মৃতের স্ত্রী সহ তার পরিবারের লোকেদের সাথে কথা বলে তাদের পাশে থাকার বার্তা সুব্রত বাবু। প্রসঙ্গত গত ২৬ এপ্রিল মুর্শিদাবাদে সপ্তম দফার ভোটের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে তৃণমূলের এই বরিষ্ঠ নেতা তথা মুর্শিদাবাদ জেলার সহ-সভাপতি সাগির হোসেন মারাযান। সুব্রত বাবু এদিন বলেন,” সাগির সাহেব জেলায় তৃণমূলের একজন বলিষ্ঠ নেতা ছিলেন দলের শুরুর সময় থাকে। তার অসম্পূর্ণতা আমরা সকলেই অনুভব করব। পাশাপাশি আগামী দিনে তার পরিবারের পাশে আমরা সর্বতোভাবে থাকবো”।