জেলা/ব্লক
যুবসমাজ ও প্রশাসনের উদ্যোগে করোনা সচেতনতা বৃদ্ধি ভগবানগোলায়।

মহামারী করোনার দ্বিতীয়় ঢেউয়ের ফলে এই মুহূর্তে জারি রয়েছে কার্যত লকডাউন। আর এই পরিস্থিতিতে এখনো যারা বিধি নিষেধ বিধি না মেনে বিনা মাস্কে রাস্তায় ঘোরাফেরা করছেন তাদের সামাজিক ভাবে সচেতন করতেই এগিয়ে এলো ভগবানগোলা এলাকার একদল যুবক। সেইমতো মঙ্গলবার ভগবানগোলার বাহাদুরপুর মোড় এলাকার কিছু যুবক একত্রিত হয়ে মোড়ের সমস্ত দোকান স্যানিটাইজ করে । পাশাপাশি ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদারের উপস্থিতিতে পথ চলতি সাধারণ মাস্কহীন মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। সেইসঙ্গে সকলকে সবসময় মাস্ক পরার জন্য অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে । উপস্থিত ছিলেন মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এমন উদ্যোগে খুশি হন স্থানীয় মানুষ থেকে বাসিন্দা সকলে।