রাজ্য
রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম মুর্শিদাবাদের ছাত্রী।

করোণা আবহের জেরে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়।পরিবর্তে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষার ফলাফল বের করা হয়।সেই ফলাফল বের হতেই রাজ্যে কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম স্থান দখল করে মুর্শিদাবাদের এর কান্দির রুমানা সুলতানা। কান্দির রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছে এই কৃতি ছাএী। ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে আছে। একাদশ শ্রেনীর পরীক্ষায় ভালো ফলের নিরিখেই দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ উচ্চমাধ্যমিকে সে এই সাফল্য অর্জন করে। পড়াশোনা ছাড়াও কবিতা লিখতে ভালোবাসে, তবে পড়াশোনার চাপে কবিতা লেখা হয়ে ওঠে না। ফাঁক পেলেই গান শুনতে ভালোবাসে ওই ছাত্রী। বাবা ও মা উভয়ই স্কুল শিক্ষিকা। তারা মেয়ের এই অভাবনীয় সাফল্যের উচ্ছ্বাস প্রকাশ করেন।