রাজনীতি
রাণীনগরে ভয়ানক কান্ড!

মুর্শিদাবাদের রাণীনগর জনসভা ভোটের মুখে রীতিমতো ত্রাসের এলাকা হয়ে উঠেছে বলেই অভিযোগ করেছেন কংগ্রেস কর্মীরা। যেকোনো মুহূর্তে কংগ্রেস কর্মীদের নির্বাচনী মিছিলের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে চলেছে। প্রসঙ্গত, ওই বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেসের প্রার্থী ফিরোজা বেগমের দলীয় প্রচারের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলোপাথাড়ি হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে ইট-পাথর ও বোমার আঘাতে একাধিক কংগ্রেস কর্মী সমর্থক গুরুতর জখম হন। তাদের শুরু হয়েছে চিকিৎসা। আহত কংগ্রেস কর্মীদের নিজের মুখেই সেই অভিযোগ করছেন, দেখে নিন সেই ভিডিও।