রাত পোহালেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে আসাউদ্দিন ওয়াইসির জনসভা।

একদিকে রাত পোহালেই শনিবার রাজ্য যেমন প্রথম দফার বিধানসভা নির্বাচন, পাশাপাশি ঐ দিনই মুর্শিদাবাদের সাগরদিঘী হাই স্কুল মাঠে দলীয় সভায় যোগদান করতে প্রথম আসছেন মুর্শিদাবাদের মাটিতে হায়দ্রাবাদের রাজনৈতিক সংগঠন মিম এর প্রতিষ্ঠাতা আসাউদ্দিন ওয়েসি। সেইমতো শুক্রবার সন্ধ্যায় দমদম এয়ারপোর্টে আকাশপথে এসে হাজির হন আসাউদ্দিন সাহেব।তিনি এয়ারপোর্টে এসে পৌঁছাতে তার দলের কর্মী সমর্থকরা আসাদ উদ্দিন সাহেব কে দেখার জন্য সেখানে এসে জড়ো হন। দলীয় সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে সেখান থেকে তিনি সোজা বেরিয়ে যান হোটেলে। সেখানে রাত্রি নিবাসের পাশাপাশি পশ্চিমবঙ্গে নিমের দায়িত্বে থাকা শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিধানসভা নির্বাচনের রণ কৌশল নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হবে বলেই সূত্র মারফত জানা যায়। সেইসঙ্গে শনিবার মুর্শিদাবাদের সাগরদিঘী কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে তিনি কি বার্তা দেন সেদিকেই এখন যে রয়েছে সকলে।

Back to top button
error: Content is protected !!