রাজনীতি

রাস্তার মাঝে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে তৃণমূলের প্রতিবাদ।

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:-  বেড়ে চলা পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়ে রাস্তায় প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস। সেইমতো শনিবার দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার সরিষা ২৪৬মোড়ে বিকালে প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।ইতিমধ্যেই পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়েছে অন্যদিকে ডিজেলের দাম সেঞ্চুরির দোরগোড়ায় । ডায়মন্ড হারবার সরিষা ২৪৬ মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে । তেলের মূল্য বৃদ্ধির কারণে অভিনব কায়দায় বাইক না চালিয়ে হাঁটতে হাঁটতে পরে সেখান থেকে২৪৬ মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিতছিলেন,ডা:হা:বিধায়ক পান্নালাল হালদার, ডা:হা: ২নম্বর ব্লক সভাপতি অরুমায় গায়েন, সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা, ডা:হা:২নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহবুুবার রহমান গায়েন, সহ সরিষা অঞ্চলের অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন সংবাদমাধ্যমকে অভিযোগ করে জানান,কেন্দ্র সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তের জন্য সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষদের পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ফলে রীতিমতো মধ্যবিত্তের পকেটে টান পড়েছে”। পাল্টা বিজেপির দাবি, পেট্রোলের ওপরে রাজ্য সরকারের যে প্রায়ই ৪০ টাকার কাছাকাছি টেক্স রয়েছে, তা কেন রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কাটছাঁট করে ছাড় দিচ্ছেন না”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!