রাজ্য
রেল কর্মীদের ভ্যাকসিন প্রদান।

নিত্যদিন বাড়তে থাকা করোনা সংক্রমনের জেরে রেলের কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ উদ্যোগ নিলো রেল কর্তৃপক্ষ। সেইমতো সোমবার রেল কর্মচারীদের ভ্যাকসিনেশন হলো রানাঘাট স্টেশন চত্বরে ক্যাম্প এর মাধ্যমে। শিয়ালদহ থেকে আরোগ্য ভ্যান নামে একটি বিশেষ এক কামরার ট্রেন আজ রানাঘাটে স্টেশনে এসে পৌঁছায়। সেই ট্রেনের সেই কামরার মধ্যেই ছিল ভ্যাকসিনেশন করার যাবতীয় ব্যবস্থা। রেল কর্মীদের জন্য রেলের এই ব্যবস্থায় খুশি রেল কর্মচারী থেকে শুরু করে তাদের পরিবার বর্গ।এদিন ১০০জনের অধিক রেল কর্মচারীকে ভ্যাকসিনেশন করা হয়।