লটারিতে পুরস্কার জিতে বন্ধুদের সঙ্গে মদ্যপান করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ১, গুরুতর জখম ২।

লটারিতে পুরস্কার জিতে আনন্দে বন্ধু-বান্ধবদের সঙ্গে মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় গুরুতর জখম আরো দুই বাইক আরোহী। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জিয়াগঞ্জ থানার বাগডহর মোড় এলাকায়। মৃত যুবকের নাম রাকেশ পোদ্দার। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে এসে বাইক আরোহীদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক হাসপাতাল,পরে সেখান থেকে অবস্থা সংকটজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভগবানগোলার এলাকার বাসিন্দা ওই যুবক রাকেশ লটারিতে দ্বিতীয় পুরস্কার বাবদ ৪৫০০০ হাজার টাকা জেতে।সেই মত বন্ধুদের দাবি মেটাতে তাদের সঙ্গে জিয়াগঞ্জে একটি বারে এসে মদ্যপান করে। তার পরে সেখান থেকে বন্ধুদের বাইকে চাপিয়ে বাড়ি ফিরছিল সে। সেই সময় ভগবানগোলার দিকে আসছিল অপর একটি দ্রুতগতিসম্পন্ন বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মারে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয় রাকেশের আরো দুই বন্ধু।