লরির ধাক্কায় মৃত বিএসএফ জওয়ান

চরম মর্মান্তিকভাবে নদীয়া জেলার ভালুকায় বালি বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কোতোয়ালি থানার ভালুকা পুরনো বাজার এলাকায়। মৃত ওই বিএসএফ জওয়ানের নাম সঞ্জয় দেবনাথ (২৭) বছর। বাড়ি ভালুকা গ্রাম পঞ্চায়েতের রথতলা এলাকায়।মৃত দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা বলেন,একটি বালি বোঝাই লরি কানাইনগর বটতলার দিক থেকে নতুন বাজার দিকে আসছিল। সেই সময় সিভিক পুলিশ কে দেখে বালি বোঝাই লরিটি গতি বাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমন সময় প্রাতভ্রমণ সেরে স্কুটিতে চড়ে রথতলার বাড়ির দিকে ফিরছিলেন বিএসএফ জওয়ান সঞ্জয় দেবনাথ। পেছন থেকে বালি বোঝাই লরিটি সঞ্জয় কে ধাক্কা দিলে স্কুটি সহ রাস্তায় ছিটকে পড়েন ওই বিএসএফ জওয়ান। স্কুটিটি রাস্তায় ছিটকে গেলেও বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয় দেবনাথ নামক ওই জওয়ানের। ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। ঘাতক লরি সহ চালক কে গ্রেফতার করে পুলিশ।