জেলা/ব্লক
লালগোলায় জামাইষষ্ঠীতে মহার্ঘ মাছের বাজার!

জামাইষষ্ঠী মানেই জমজমাট বাঙালির মাছের বাজার। এবার সেই জামাইষষ্ঠীতেই সীমান্তের শহর পদ্মাপারের লালগোলার মাছের বাজারে পরোক্ষভাবে পড়েছে করোনার থাবা। প্রতিবছর যেখানে জামাইদের লালগোলার পদ্মার সুস্বাদু হরেক রকম মাছ দিয়ে আপ্যায়ন করার জন্য শশুর শাশুড়িরা রীতিমতো হন্যে হয়ে পড়ে থাকতেন, সেই মাছের বাজারে এবার যেন খানিকটা মন্দা। সেই ছবি ধরা পরল ‘প্রাইম বাংলা ২৪ ‘ এর পর্দায়। একদিকে যেমন মন মত মাছ ইচ্ছা থাকলেও পকেটে টানের জন্য অনেকেই কিনতে পারছেন না। পাশাপাশি প্রতিবারই পরিস্থিতিতে মাছের আমদানিতেও যেনো খানিকটা ভাটা পড়েছে। আর এই সব মিলিয়ে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই তাদের প্রতিক্রিয়া তুলে ধরলেন।