জেলা/ব্লক

লালগোলায় দাপিয়ে বেড়াচ্ছে বেপরোয়া ট্রাক্টর, বাইক চালককে ধাক্কা মেরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল দোকানে প্রাণের আতঙ্কে ব্যবসায়ীরা।

অভিযোগ নিত্যদিনের। ব্যস্ততম লালগোলা শহরের অন্যতম লাইফ লাইন বলে পরিচিত ছাগল হাট মোড়ের বহরমপুর-জঙ্গিপুর গমী রাজ্য সড়কের প্রতিদিন দাপিয়ে বেড়াচ্ছে বালিবোঝাই থেকে শুরু করে পাথর, ইঁটে ভর্তি ট্রাক্টর। শুধু তাই নয়, অভিযোগ রীতিমতো নাবালক কিশোরীরাও চালকের আসনে স্টিয়ারিং হাতে দিব্যি পুলিশ প্রশাসনের চোখের সামনেই দাপিয়ে বেড়াচ্ছে।যার ফলে প্রতি মুহূর্তে ওই এলাকায় চলাচলকারি সাধারণ যাত্রী থেকে শুরু করে আশেপাশের ব্যবসায়ী ও অন্যান্য যানবাহনের চালকেরা প্রাণের আশঙ্কায় দিন কাটাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এই নিয়ে বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বহুদিন ধরেই চলছে এই অব্যবস্থা। আর মঙ্গলবার ঘটে গেল সেই ভয়ানক কান্ড। কার্যত ইঁট বোঝাই নাম্বার বিহীন ট্রাক্টর দ্রুতগতিতে বহরমপুর থেকে জঙ্গিপুর এর দিকে যাচ্ছিল।

নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে থাকা ওই ট্রাক্টরটি সামনে দিক থেকে আসা একটি বাইক চালককে সজোরে ধাক্কা মারে তিনি রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন। এরপর এই ওই ট্রাক্টর টিউ হুড়মুড়িয়ে পাশের একটি দোকান ঘরে ঢুকে পড়ে দেওয়াল ভেঙে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখে তড়িঘড়ি সেখানে ছুটে আসে। গুরুতর জখম অবস্থায় বাইক চালককে উদ্ধার করে প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রত্যক্ষদর্শী সমীর হালদার বলেন,” প্রতিদিন এইভাবে চোখের সামনে বেপরোয়াভাবে নিয়ন্ত্রনহীন অবস্থায় ওভারলোডেড ট্রাক্টর যাতায়াত করছে। পুলিশ প্রশাসনের কোন নজরদারী নেই। আমরা প্রাণভয় কোন রকমে দিন কাটাচ্ছি। যে কোনদিন হুড়মুড়িয়ে দোকানের মধ্যে ট্রাক্টর ঢুকে আমাদের মৃত্যু ঘটতে পারে। আজকেও চোখের সামনে এই রকমই একটি দুর্ঘটনা ঘটলো। কোনরকমে প্রাণে বেঁচেছি আমরা।পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনের বড় সড় দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!