লালগোলায় দোকানে জালনোট চালাতে এসে পাকড়াও যুবক !

কায়দা করে দোকানে জিনিস কেনার অজুহাতে জাল নোট চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় এক যুবক। ঘটনায় লালগোলার দিয়ার ফতেপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধৃত যুবকের নাম ইন্দাদুল সেখ। পুলিশের জেরাই সে জানায় তার বাড়ি লালগোলা থানার দেওয়ান সরাই অঞ্চলের জয়রামপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক স্থানীয় একটি দোকানে মালপত্র কেনার পরে দোকান মালিক কে ৪ টি৫০০ টাকার জাল নোট হাতে ধরিয়ে দিয়ে দাম মিটিয়ে দেয়।হাতে ওই জাল নোট পাওয়া মাত্রই দোকান মালিকের সন্দেহ হয়। দোকান ছেড়ে পালাতে চেষ্টা করলে দোকান মালিক তাকে থামতে বলেন। তারপরে খবর দেওয়া হয় লালগোলা থানায়। সেইমতো পুলিশ ঘটনাস্থলে এসে ওই জাল নোটসহ ইন্দাদুল কে গ্রেফতার করে। শেষ পাওয়া খবরে জানা যায় ওই যুবককে লালবাগ মহাকুমার আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।