জেলা/ব্লক

লালগোলায় পঞ্চায়েত সদস্যের অনুগামী হলেই মিলছে আবাস যোজনা প্রকল্পে বাড়ি!

লালগোলা :-  চাঞ্চল্যকর অভিযোগ। প্রয়োজনীয় দুঃস্থ মানুষদের বঞ্চিত করে লালগোলা ব্লক এর বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বেছে বেছে শাসকদলের অনুগামীদেরই দেওয়া হচ্ছে নতুন বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য। গ্রামবাসীদের অভিযোগ, প্রকৃত অর্থে যারা কাঁচা বাড়িতে বসবাস করেন কিংবা কংক্রিটের পাকা বাড়ি তৈরি করার আর্থিক সঙ্গতি নেই, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সেক্ষেত্রে তালিকায় শাসকদল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয় থেকে শুরু করে গ্রামের আর্থিক দিক দিয়ে সঙ্গতিপূর্ণ লোকেদের কে আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর সুযোগ দেওয়া হচ্ছে।এমনকি এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে লালগোলা ব্লকের বিডিও কে বারংবার জানিও কোন ফল মেলেনি। অসহায় গ্রামবাসীরা তাদের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন ‘প্রাইম বাংলা ২৪’ এর ক্যামেরার সামনে।অসহায় ওই গ্রামবাসীদের কাতর আবেদন প্রকৃত অর্থে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত না করে তালিকাভুক্ত করা হোক। না হলে দিনের পর দিন তাদের প্রাপ্য অধিকার অন্যরা অসৎ পথে হাতিয়ে নিচ্ছে দিব্যি। এখন দেখার এই সকল বঞ্চিত গ্রামবাসীরা আদৌ প্রশাসনের কাছ থেকে সুবিচার পান কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!