লালগোলায় ফিল্মি কায়দায় ফাঁদ পেতে বিপুল হেরোইন সহ গ্রেফতার ৪, ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ।

প্রাইম বাংলা ২৪ব্যুরো রিপোর্ট: বিপুল পরিমাণ হেরোইন প্যাকেটে মুড়ে হাত বদলের আগেই আম বাগানের মধ্যে ফাঁদ পেতে বসে ৪ মাদক কারবারি যুবককে ঘিরে ধরে হাতেনাতে পাকড়াও করলো লালগোলা ধনার পুলিশ।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সীমান্ত শহর লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল লাগোয়া আম বাগান চত্বরে। ওই ধৃত পাচারকারীদের নাম সুমন শেখ ,অদুদ শেখ, ইসরাফিল শেখ ও সাবীর আহমেদ।জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় লালগোলা থানার বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামীণ হাসপাতাল লাগোয়া আম বাগান চত্বরে হাজির হয়।এর পরই ফিল্মি কায়দায় পুরো এলাকা ঘিরে নেয় লালগোলা থানার পুলিশ।তার পরই ওই চার কারবারিকে ধাওয়া করে বমাল ধরে ফেলে।ধৃতের কাছ থেকে তল্লাশি চালিয়ে উন্নত মানের মোট ১ কেজি ২০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের বাড়ি লালগোলার নামু নদাইপুর সহ জয়রামপুর ও কালমেঘা এলাকায়।ধৃতদের আদালতে তোলা হলে ধৃতদের জামিনের আবেদন খারিজ করে তাদের ১৮ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।