জেলা/ব্লক
লালগোলায় বাড়ির মধ্যে থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।

লালগোলা, মুর্শিদাবাদ :- বাড়ির মধ্যে থেকে যুবকের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো লালগোলায়। মৃত যুবকের নাম সুদীপ ঘোষ (20)। পরিবার সূত্রে জানা যায়, সুদীপ কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলো। পুজোর ছুটিতে বাড়ি আসে গতকাল রাতে। এর পরেই এদিন ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, পারিবারিক অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছে সে। ঘটনায় পুজোর মুখে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।