লালগোলায় বৌদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দাদার হাতে ভাই খুন!

বৌদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দাদার হাতে খুন হতে হলো ভাইকে। শনিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় লালগোলার নাটা তলা এলাকায়। মৃত ব্যক্তির নাম আকালি শেখ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই রাজ্জাক শেখ পলাতক বলেই এলাকা সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে আরোও জানা গেছে, পেশায় দিনমজুর রাজ্জাক শেখ সম্প্রতি ঈদে বাইরে থেকে কাজ সেরে গ্রামের বাড়িতে ফিরে। তার পরেই জানতে পারে তার ছোটভাই আকালি শেখের সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা। এর পরেই দাদা-ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদ কে কেন্দ্র করেই এ দিন ধারালো হাঁসুয়া দিয়ে দাদা এলোপাতাড়ি কুপিয়ে খুন করে তার ভাই কে বলেই স্থানীয়রা জানায়। আকালি ও তার ভাই রাজ্জাক উভয়েরই সন্তান রয়েছে। এমনকি ইতিপূর্বে মৃত আকালি এর আগে একবার বিয়েও হয়েছিল বলে জানায় তার স্ত্রী তানজিলা বিবি। এদিকে ঘটনার পর আকালির শাশুড়ি দোষীর গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন।