লালগোলায় ভাগীরথী তে তলিয়ে গেল এক যুবতী।

যথাযথ সাঁতার না জানাই ভাগীরথী নদীতে বান্ধবীর সঙ্গে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গেল এক যুবতী। বৃহস্পতিবার এই ঘটনায় লালগোলা রাজারামপুর ঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জলে তলিয়ে যাওয়া ওই বছর আঠারো এর যুবতীর নাম অনিমা মন্ডল। যদিও স্থানীয় বাসিন্দা ও মাঝিদের চেষ্টায় অনিমার সঙ্গে থাকা তার বান্ধবী মাধবী মন্ডল কে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য কৃষ্ণপুর গ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন লালগোলার বিশ্বনাথপুর এলাকার দুই বান্ধবী অনিমা ও মাধবী রাজারামপুর ঘাটে স্নান করতে নামে। কিছুক্ষণ পরেই অনিমা মন্ডলের পা হড়কে গিয়ে জলে হাবুডুবু খেতে শুরু করে। বন্ধুকে এমন অবস্থায় দেখে তড়িঘড়ি তাকে বাঁচাতে ছুটে আসে মাধবী। এদিকে সেই সময়ে নদীতে থাকা মাঝিরা ওই দুই যুবতীর চিৎকার শুনে এগিয়ে আসে। কোনরকমে নৌকায় টেনেহিঁচড়ে মাধবীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও। চোখের সামনে জলে তলিয়ে যায় অনিমা। শেষ পাওয়া খবরে তার এখনো কোনো হদিস মেলেনি। শুরু হয়েছে তল্লাশি।