জেলা/ব্লক
লালগোলায় মাদক হেরোইনের রমরমা! গ্রেফতার ২।

ইন্দো-বাংলা সীমান্তের লালগোলায় করোণা পরিস্থিতিতেও বেড়েই চলেছে মাদক হেরোইনের রমরমা। সক্রিয় মাদক কারবারিরা। সেইমতো লালগোলার লতিবের পাড়া এলাকা থেকে লক্ষাধিক টাকার মাদক হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নাম নিয়ামাতুল্লাহ সেখ ও শামীম রেজা। উভয়ই স্থানীয় এলাকার বাসিন্দা। ওই দুই হেরোইন পাচারকারীর কাছ থেকে তল্লাশি চালিয়ে ১০০ গ্রামের কিছু বেশি উন্নত মানের হেরোইন উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই লালগোলার বুকে উত্তরোত্তর হেরোইনের কারবারের রমরমা বেড়েই চলেছে বলেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।